সচিবালয়ে গত ২৪ আগস্ট ২০১৭, বৃহস্পতিবার পল্লী সঞ্চয় ব্যাংকের অনলাইন রিয়্যালটাইম কোর ব্যাংকিং সফটওয়্যার কার্যক্রমের উদ্বোধন করেন মাননীয় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অর্থসচিব হেদায়েতুল্লাহ আল মামুন, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের মো. ইউনুসুর রহমান, পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান মিহির কান্তি মজুমদার ও ব্যবস্থাপনা পরিচালক আকবর হোসেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পল্লী সঞ্চয় ব্যাংকের মোট ৪৮৫ শাখাকে কয়েক দিনের মধ্যেই অনলাইনে রূপান্তর করা হচ্ছে এবং এটা খুবই ভালো খবর বলে অভিবাদন জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, অন্য কোনো ব্যাংক এত বড় কার্যক্রম হাতে নিতে পারেনি। অনুষ্ঠানে অর্থমন্ত্রী আরও বলেন, কোন ধরণের ভবন কাঠামো ছাড়াই দেশের ৪শ ৮৫টি উপজেলায় সফলভাবে কার্যক্রম চালাচ্ছে পল্লী সঞ্চয় ব্যাংক, যা বিস্ময়কর বলে মনে করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান মিহির কান্তি মজুমদার বলেন, ব্যাংকটির দুটি বিশেষ বৈশিষ্ট্যের মধ্যে একটি হচ্ছে সব কটি শাখা নিজস্ব জায়গার ওপর, অন্যটি হচ্ছে আগামী তিন মাসের মধ্যে সব শাখা অনলাইনের আওতায় আসবে। অনুষ্ঠানে জানানো হয়, দারিদ্র্য দূরীকরণে গ্রামের প্রতিটি বাড়িতে একটি করে খামার গড়ে তোলা হবে—এটি হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দর্শন এবং তা বাস্তবায়নেই হাতে নেওয়া হয় ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্প। একই উদ্দেশ্যে পরে করা হয় পল্লী সঞ্চয় ব্যাংক।