Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৬ জুন ২০২৪

চেয়ারম্যান

মোঃ আকরাম-আল-হোসেন

চেয়ারম্যান

পল্লী সঞ্চয় ব্যাংক

 

জনাব মোঃ আকরাম-আল-হোসেন ১৯৬১ সালের ১ নভেম্বর মাগুরা জেলায় মাগুরা সদর উপজেলার হাজিপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রী লাভের পর ১৯৮৮ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারে সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট হিসেবে চাকুরিতে যোগদান করেন। কর্মজীবনের শুরুতে তিনি সহকারী কমিশনার (ভূমি), উপজেলা ম্যাজিস্ট্রেট, নেজারত ডেপুটি কালেক্টর, ভূমি হুকুম দখল কর্মকর্তা, ঢাকা সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা পদে দায়িত্ব পালন করেছেন। তিনি পরিবেশ ও বন মন্ত্রীর সহকারী একান্ত সচিব, একান্ত সচিব, অর্থ বিভাগের উপসচিব, জাতীয় সংসদের উপনেতার একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া, তিনি স্থানীয় সরকার বিভাগের উপসচিব, যুগ্মসচিব ও অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে তিনি ভারপ্রাপ্ত সচিব পদে পদোন্নতি পেয়ে ৯ মে ২০১৮ হতে ২৩ সেপ্টেম্বর ২০১৮ পর্যন্ত বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ২০১৮ সালের ২৪ সেপ্টেম্বর  প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব হিসেবে যোগদান করেন। ২০২০ সালের ৫ জুলাই তিনি সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি পান এবং  পুনরায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে সরকার তাঁকে সিনিয়র সচিব হিসেবে পদায়ন করেন। তিনি ৩১ অক্টোবর, ২০২০ তারিখে অবসরোত্তর (পিআরএল) ছুটিতে যান। বর্তমানে তিনি সরকারি বিশেষায়িত ব্যাংক ‘পল্লী সঞ্চয় ব্যাংকের’ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। ৭ ডিসেম্বর ২০২০ সরকার তাঁকে পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান হিসেবে ৩ বছরের জন্য নিয়োগ প্রদান করেন এবং তিনি ৮ ডিসেম্বর পল্লী সঞ্চয় ব্যাংকে চেয়ারম্যান হিসেবে যোগদান করেন। উক্ত মেয়াদ শেষে ১৮/১২/২০২৩ তারিখে সরকার পুনরায় তাঁকে ৩ বছরের জন্য নিয়োগ প্রদান করেন।

 

জনাব মোঃ আকরাম-আল-হোসেন খন্দকার ফেরদৌসি আক্তারের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। তাদের এক পুত্র ও দুই কন্যা আছে।